মৃত্যু নিবন্ধন যাচাই করুন
মৃত্যু নিবন্ধন নাম্বার এবং মৃত্যু তারিখ ব্যবহার করে অনলাইনে মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করা যায়। মৃত ব্যক্তির নাম, পিতা মাতার নাম এবং মৃত্যুস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করার সেবা চালু করা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুসারে প্রত্যেক নাগরিকের জন্ম এবং মৃত্যু নিবন্ধন অনলাইন করা বাধ্যতামূলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন অনলাইন ভিত্তিক হয়েছে।
এখন হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই অনলাইনে যে কোন ব্যক্তির জন্ম এবং মৃত্যু নিবন্ধন যাচাই করা যায়। চলুন জেনে নেই মৃত ব্যক্তির তথ্য অনলাইনে নিবন্ধিত আছে কিনা সেটি বের করার উপায় বা মৃত্যু সনদ যাচাই করার নিয়ম।
নিচের ইনপুট ফর্মে মৃত ব্যক্তির নিবন্ধন নাম্বার এবং মৃত্যু তারিখ লখে যাচাই করুন বাটনে চাপুন।
মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম
মৃত্যু সনদ যাচাই করার জন্য https://everify.bdris.gov.bd/UDRNVerification এই লিংকে ভিজিট করে মৃত ব্যক্তির ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বার এবং মৃত্যু তারিখ লিখুন। তারপর অঙ্কের সমাধান ক্যাপচা ঘরে ফিলাপ করে “Search” বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ লোডিং হয়ে উক্ত মৃত ব্যক্তির তথ্য প্রদর্শিত হবে।

যদি সঠিক মৃত্যু সনদ নাম্বার এবং মৃত্যু তারিখ দেয়ার পরেও কোন তথ্য না দেখায় তাহলে মৃত্যু তারিখের পরিবর্তে জন্ম তারিখ লিখে চেষ্টা করুন। জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ নিবন্ধনে যা ছিলো তাইল লেখতে হবে। তাতেও কাজ না হলে জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করুন।

মৃত্যু সনদ ডাউনলোড
আমাদের মতো সাধারণ নাগরিক অনলাইন থেকে মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড করতে পারলেও ইউনিয়ন পরিষদের মৃত্যু নিবন্ধন সনদ বা Original death certificates ডাউনলোড করতে পারবেনা। এটি সংগ্রহ করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড করার জন্য উপরের নিয়ম অনুসারে তথ্য যাচাই করুন। ব্যক্তির নাম, পিতা মাতার নাম মিলে গেলে এবং নিবন্ধিত তথ্য দেখতে পেলে কি-বোর্ড থেকে ctrl+p চাপুন। এখন সেভ বাটনে ক্লিক করে নিবন্ধন সনদ ডাউনলোড করুন।
নিবন্ধ কার্যালয় থেকে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করার জন্য মৃত্যু সংক্রান্ত কিছু ডকুমেন্ট সহ আবেদনের নাম্বার সাথে নিয়ে যেতে হবে। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই উপরে প্রদর্শিত ছবির মত মৃত্যু নিবন্ধন অনলাইন কপি দিয়ে অনেক কাজ চালিয়ে নেওয়া যায়।
মৃত্যু নিবন্ধনের কত দিন পর সনদ পাওয়া যায়?
অনলাইনে আবেদন করার পর আবেদনটি ইউনিয়ন পরিষদ সচিব তা অনুমোধন করে থাকে। তাই অনলাইনে আসার জন্য অনুমোদন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। অনুমোদন হয়ে গেলে যে কোন সময় নিবন্ধক অফিস থেকে সনদপত্র সংগ্রহ করা যাবে।
মৃত্যু নিবন্ধন ফি কত টাকা
জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ২৫ টাকা অথবা ৫০ টাকা হয়ে থাকে। নিবন্ধন কখন করা হচ্ছে তার উপর নির্ভর করে এরূপ পার্থক্য হয়ে থাকে।