জন্ম নিবন্ধন ফি ই পেমেন্ট করার নিয়ম

নিজের হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ও সংশোধন ফি পরিশোধ করতে চান? তাহলে জেনে নিন, জন্ম নিবন্ধন ই পেমেন্ট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

জন্ম নিবন্ধন ফি পরিশোধ করার জন্য পূর্বে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়ে/ কাউন্সিলর অফিসে সরাসরি উপস্থিত হতে হতো। পাশাপাশি ইউনিয়ন পরিষদে নগদ অর্থ জমা দিতে চাইলে সরকার নির্ধারিত ফি এর চেয়ে বেশি আদায় করা হয়। যেমন: জন্ম সরকারিভাবে জন্ম নিবন্ধনের সংশোধন ফি ৫০ টাকা হলেও, নিবন্ধক কার্যালয়ে ফি দিতে হচ্ছে ২০০-৩০০ টাকা। তাই এসকল দুর্নীতি ও ভোগান্তি এড়াতে জন্ম নিবন্ধন অনলাইন পেমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে।

জন্ম নিবন্ধন ই পেমেন্ট করার নিয়ম, বিকাশ/ নগদ/ উপায়/ ব্যাংক একাউন্টের মাধ্যমে কিভাবে ফি পরিশোধ করবেন, কি কি লাগবে ইত্যাদি তথ্য জানতে পারবেন এই লেখা থেকে।

জন্ম নিবন্ধন ই-পেমেন্ট করবো কিভাবে?

জন্ম নিবন্ধনের ফি ই-পেমেন্ট করার জন্য, প্রথমে eservices.bdris.gov.bd ওয়েব সাইটে ভিজিট করে ই-পেমেন্ট অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যান। আপনার আবেদনের প্রকৃতি, আবেদনের আইডি ও জন্ম তারিখ দিয়ে, ক্যাপচা পূরণ করে Search করুন। এবার আবেদনকারীর তথ্য যাচাই করে অটোমেটেড চালান সিস্টেমে যান। পেমেন্টের মাধ্যম হিসেবে বিকাশ/ নগদ/ উপায়/ ব্যাংক একাউন্ট/ কার্ড সিলেক্ট করে পেমেন্ট গেটওয়ের নির্ধারিত সিস্টেম অনুসরণ করে জন্ম নিবন্ধন ফি পরিশোধ করুন।

ই-পেমেন্ট সম্পন্ন করার পর একটি চালান ফরম পাবেন। এটি ডাউনলোড বা প্রিন্ট করে পরবর্তীতে নিবন্ধকের কার্যালয়ে জমা দিন।

জন্ম নিবন্ধন ই পেমেন্ট করার নিয়ম ধাপে ধাপে 

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত জন্ম ও মৃত্যু নিবন্ধন, ই-সার্ভিসেস ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধনের ই পেমেন্ট করতে হবে। আপনি যেই আবেদনের জন্য ই-পেমেন্ট করতে চান সেই আবেদনের প্রকৃতি, আবেদন আইডি ও নিবন্ধনকারীর জন্ম তারিখ সংগ্রহ করুন।

এ সকল তথ্যগুলো আপনার কাছে থাকলে ই পেমেন্ট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: জন্ম নিবন্ধন ই-সার্ভিসেস ওয়েবসাইটে প্রবেশ 

জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদনের অনলাইন পেমেন্ট করতে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন সেবা ভিত্তিক ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ই-পেমেন্টে করার জন্য সরাসরি মূল ওয়েবপেজে প্রবেশ করতে ভিজিট করুন, https://eservices.bdris.gov.bd/ -এই লিংকে।

এখান থেকে জন্ম নিবন্ধন ফি পরিশোধের জন্য, ‘ই-পেমেন্টে’ অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ২: আবেদনের তথ্য প্রদান 

এই ধাপে, আপনার জন্ম নিবন্ধনের আবেদনের বিস্তারিত তথ্য দিয়ে, আপনার আবেদন টি বাছাই করতে হবে। অনুসন্ধান ফরম পূরণ করতে, ধারাবাহিকভাবে-

  • আপনার আবেদনের প্রকৃতি নির্বাচন করুন। (যেমন: জন্ম নিবন্ধন আবেদন, জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন ইত্যাদি)
  • অনলাইন আবেদন করার পর প্রাপ্ত আবেদনের আইডিটি লিখুন।
  • আবেদনপত্র দেওয়া তথ্য অনুযায়ী আপনার সঠিক জন্ম তারিখটি DD/MM/YYYY (দিন-মাস-বছর) ফরম্যাটে লিখুন।
  • সর্বশেষ, ক্যাপচা অপশনে একটি ইমেজ দেখতে পাবেন। ইমেজে থাকা সকল সংখ্যা ও অক্ষরগুলো সঠিকভাবে নিচের ‘Enter Captcha’ অপশনে লিখুন।
  • এবার Search বাটনে ক্লিক করলে আপনার আবেদনের ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পাবেন।

ধাপ ৩: আবেদনপত্রের তথ্য যাচাই

আবেদনপত্র যাচাই করার পর, আপনার দেওয়া তথ্য অনুসারে bdris সার্ভারে থাকা আবেদনটির পরিচয়বাচক তথ্য গুলো, যেমন-

  • আবেদনের অফিস/ নিবন্ধক কার্যালয়ের ঠিকানা;
  • নিবন্ধনকারীর নাম (বাংলা ও ইংরেজিতে);
  • নিবন্ধনকারীর পিতার নাম (বাংলা ও ইংরেজিতে);
  • নিবন্ধনকারীর মাতার নাম (বাংলা ও ইংরেজিতে);
  • আবেদনের তারিখ;
  • আবেদন ফি -এর পরিমাণ;
  • এবং আবেদনকারীর দেওয়া মোবাইল নাম্বার দেখতে পাবেন।

এখান থেকে পরবর্তী ধাপে যেতে Next বাটনে ক্লিক করুন। এবার একই তথ্যবহুল আরেকটি পেজ আসবে। এখান থেকে ‘Confirm’ বাটনে ক্লিক করে পেমেন্ট অপশনে যান।

ধাপ ৪: ই-পেমেন্ট করার মাধ্যম নির্বাচন করুন

এই ধাপে, ‘অটোমেটেড চালান সিস্টেম’ -পেজটি ওপেন হলে স্ক্রল করে নিচের অংশে যান। এখানে ই-পেমেন্ট করার জন্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক কাউন্টারে জমা অপশন দেখতে পাবেন। এখানে বাংলাদেশের সকল সুপরিচিত এবং দেশের বিভিন্ন প্রান্তে শাখা রয়েছে এমন সকল ব্যাংক গুলোর তালিকা দেখতে পাবেন।

আপনি চাইলে এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে সরাসরি বিকাশ/নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে সাথে সাথে চালানের কপি পেতে ব্যাংক একাউন্টের মাধ্যমে দেওয়া উত্তম। তাই এখান থেকে ‘সোনালী ব্যাংক লিমিটেড’ (Sonali Bank Limited) সিলেক্ট করেও ব্যাংকের অধীনে বিকাশ নগর থেকে পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনার সুবিধা অনুযায়ী একটি ব্যাংক অথবা ‘সোনালী ব্যাংক লিমিটেড’ সিলেক্ট করুন।

ধাপ ৫: জন্ম নিবন্ধন ফি অনলাইনে পরিশোধ করুন

নির্দিষ্ট ব্যাংকের তালিকাতে ক্লিক করার পর, সেই ব্যাংকের একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। নিচের ছবিতে সোনালী ব্যাংক লিমিটেড সিলেক্ট করায় ‘Sonali Payment Gateway’ ওপেন হয়েছে। এখান থেকে ব্যাংক একাউন্ট, কার্ড এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই-পেমেন্টে করতে পারবেন।

বিকাশ/ নগদ/ উপায় এর মাধ্যমে পেমেন্ট করার জন্য, Mobile Banking অপশনে ক্লিক করুন। তারপর আপনার পেমেন্টের মাধ্যমটি (বিকাশ/ নগদ/ উপায়/ অন্যান্য) সিলেক্ট করুন। এবার আপনার পরিশোধযোগ্য অর্থের পরিমাণ দেখালে Confirm করে দিন। তারপর ‘Pay with bKash’ অপশনটি সিলেক্ট করে বিকাশ নাম্বার ও পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

ধাপ ৬: Bdris E-payment এর চালান ফরম সংরক্ষণ করুন

জন্ম নিবন্ধন ফি এর পেমেন্ট সম্পন্ন করার পর, স্বয়ংক্রিয়ভাবে একটি চালানোর কপি দেখানো হবে। পরবর্তীতে অনলাইনে পেমেন্ট করার প্রমাণস্বরূপ এই চালান কপিটি সংরক্ষণ করতে হবে। তার জন্য স্ক্রিনে দেখানো চালান ফরমের উপরে Print এবং Download অপশন গুলো দেখতে পাবেন। 

আপনার ডিভাইসের সাথে প্রিন্টার সংযুক্ত থাকলে Print বাটনে ক্লিক করে চালান ফরমটি প্রিন্ট করে নিন। অথবা, ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

জন্ম নিবন্ধন ফি অনলাইনে জমা দেয়ার ক্ষেত্রে সতর্কতা

জন্ম নিবন্ধন ই পেমেন্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় অবশ্যই খেয়াল রাখবেন যে, আবেদনকারীর তথ্য ও অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ফি পরিশোধ করা হচ্ছে কিনা। এছাড়াও এই অটোমেটেড চালান সিস্টেমটি একটি অনলাইন প্রক্রিয়া হওয়ায় নেটওয়ার্ক ভিত্তিক সমস্যা হতে পারে।

বিভিন্ন সময় দেখা যায়, অনলাইনে পেমেন্ট করার সময় আবেদনকারীর মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেলে কিংবা পেমেন্ট করার ওয়েবপেজটি Close হয়ে গেলে, টাকা কেটে নেওয়ার পরও ফি পরিশোধিত হয় না। এক্ষেত্রে আপনার পেমেন্টের চালান কপি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন না। তাই নেটওয়ার্ক কানেকশন ও আবেদনকারী তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন।

ই পেমেন্ট করার সুবিধা

বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের ইউনিয়ন পরিষদে বহু দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। জনপ্রশাসন কার্যালয় গুলোতে সরকার নির্ধারিত ফি এর চেয়েও বহুগুণ বেশি অর্থ দাবি করা হতো আবেদনকারীর কাছ থেকে।

বর্তমানে ই পেমেন্ট সিস্টেম চালু থাকায় খুব সহজেই নিজের হাতে থাকা মোবাইল দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ধারিত ফি পরিশোধ করা যায়। এখানে কোন ধরনের দুর্নীতির সুযোগ নেই।

জন্ম নিবন্ধন ই পেমেন্টে করতে জনসাধারণের ভোগান্তি  

বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ভোগান্তি দূর করার জন্য ই-পেমেন্ট কার্যক্রম চালু রয়েছে। নতুন আবেদন ও সংশোধনের জন্য অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। তবে এই কার্যক্রমে আশানুরূপ ফল না পেয়ে ভোগান্তি আরো বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হয়।

কারণ, সাধারণ জনগণের অনেকেই পারছেন না ই-পেমেন্ট করতে। তাছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন, ই-সার্ভিসেস ওয়েবসাইটের পেমেন্ট প্রক্রিয়া বিভিন্ন সময় সচলভাবে কাজ করে না এবং জটিল সমস্যার সৃষ্টি করে। তাই দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই এই ই-পেমেন্ট নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। নিবন্ধকের কার্যালয় থেকে এই সমস্যা সমাধানের জন্য ওয়েবসাইট থেকে জনগণের প্রয়োজন অনুসারে আপডেট করা হচ্ছে।

শেষকথা

জন্ম নিবন্ধন ই পেমেন্টে কার্যক্রম চালু থাকায় দেশের নিবন্ধক কার্যালয়ের বহু দুর্নীতি থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে। Bdris এর ই সার্ভিসেস ওয়েবসাইটটি জনসাধারণের মতামত অনুযায়ী বিভিন্ন সময়ে আপডেট করা হচ্ছে। ভবিষ্যতে খুবই সূক্ষ্ম পদ্ধতিতে দুর্নীতিমুক্তভাবে আরো সহজে জন্ম নিবন্ধন ফি পরিশোধ করা যাবে বলে আশা করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *