এক শব্দের নামে আর হবে না নতুন জন্ম নিবন্ধন

এক শব্দের নামে আর হবে না নতুন জন্ম নিবন্ধন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় জন্ম নিবন্ধনের নামের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে।এখন থেকে জন্ম নিবন্ধনে কমপক্ষে দুই শব্দ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে যে, গত ৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়, ন্যূনতম দুই শব্দের নাম দিয়ে নতুন জন্ম নিবন্ধন করার সিদ্ধান্ত দেন। তারপর ২৫ অক্টোবর মাঠ প্রশাসনে সে বিষয়ক নির্দেশনা পাঠানো হয়।রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে সংশ্লিষ্ট সব অফিসকে নির্দেশনা দিতে বলেছেন।

জন্ম নিবন্ধন একজন ব্যক্তির প্রাথমিক পরিচয় বহন করে। তাছাড়া তার ব্যক্তি জীবনের সকল পরিচয় যেমন আইডি কার্ড,স্কুল সার্টিফিকেট,পাসপোর্ট ইত্যাদি নির্ভর করে তার জন্মনিবন্ধনের উপর। তাই একজন নাগরিকের জন্য জন্ম নিবন্ধন কার্ড খুবই গুরুত্ব পূর্ণ।

জন্ম নিবন্ধন কার্ড যে শুধু অভ্যন্তরীণ কাজের ক্ষেত্রেই কাজে আসে ব্যাপার টা এমন না।জন্ম নিবন্ধের প্রভাব বৈদেশিক কাজের ক্ষেত্রেও কাজে আসে। যেমন বিদেশ যেতে গেলে প্রথমে দরকার হয় পাসপোরট। আর পাসপোর্টে এক শব্দের নাম গ্রহনযোগ্য না।এই বিষয় বিবেচনা করে জন্ম নিবন্ধ দুই বা তার অধিক শব্দের করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন যাতে একজন নাগরিক কে পরবর্তীতে আর ঝামেলা পোহাতে না হয়।

জন্ম নিবন্ধন এক শব্দে থাকলে শধু যে পাসপোর্টে সমস্যা হবে ব্যাপার টা এরকম না।এক শব্দের জন্ম নিবন্ধন নিয়ে অভ্যন্তরীণ কিছু সমস্যা পোহাতে হবে। যেমনঃ স্কুল সার্টিফিকেট এক নামে আসবে আইডি কার্ড এক নামে আসবে এগুলোর প্রভাব পরবর্তীতে আন্তর্জাতিক প্রাঙ্গনে পরবে।তাই সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রনালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

তাই যারা নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেরন তারা এই ব্যাপার টা লক্ষ্য রাখবেন যে, জন্ম নিবন্ধন দুই বা তার অধিক শব্দে হচ্ছে কিনা।যদি ভুল বসত এক শব্দে করে ফেলেন তাহলে জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন করতে হবে।যার জন্য আবার নতুন জন্ম নিবন্ধনের আবেদবের মতো বেগ পোহাতে হবে। তাই আর বাড়তি জামেলায় না গিয়ে আগে বাগেই সচেতন হওয়া ভালো।

Similar Posts

One Comment

  1. ধন্যবাদ প্রকাশককে। আমার নিজের নামে MD. থাকায় যুক্তরাষ্ট্রের এমবাসিতে কৈফিয়ত দিতে হয়েছে।
    MD. (Managing Directors) দিয়ে অনেক দেশই ব্যক্তির পেশাগত পদবিকে বুঝায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *