জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখুন

আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে জানতোতা তাহলে জন্ম নিবন্ধন স্ট্যাটাস চেক করে জেনে নিন জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন, জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ অথবা জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করার পর সেটি অনলিন করা হয়েছে কিনা এবং আবেদনের বর্তমান অবস্থা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনে আবেদনের স্ট্যাটাস চেক করে যদি দেখেন আবেদনটি বর্তমাণে অনলাইনে রয়েছে তা হলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার নতুন বা সংশোধিত নিবন্ধনটি সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আবেদনের অবস্থা জানার নিয়ম ও কি কি তথ্য লাগবে, তার বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লেখা থেকে। আমাদের দেখানো নিয়ম অনুসারে জন্ম সনদ চেক করতে পারবেন।

জন্ম নিবন্ধন স্ট্যাটাস চেক করবো কিভাবে?

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে, প্রথমে ভিজিট করুন জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের, https://bdris.gov.bd/br/application/status -এই লিংকে। তারপর আপনার আবেদনের ধরন নির্বাচন করে, অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধনের আবেদন পত্রের অবস্থা জানতে পারবেন।

২০২৩ সালের সর্বশেষ আপডেটের পর থেকে, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় কর্তৃক পরিচালিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার সুবিধা স্থগিত করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়/ কাউন্সিলর অফিসের কর্মকর্তাগণ তাদের প্রাতিষ্ঠানিক ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে, সার্ভারে লগইন করে আবেদনের অবস্থা যাচাই করতে পারবে।

তবে দাপ্তরিক নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় এই পরিষেবাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে। 

জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা জানতে কি কি প্রয়োজন

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন কিংবা জন্ম সনদ সংশোধনের জন্য আবেদন করার পর আবেদনের অবস্থা চেক করতে ২ টি তথ্য প্রয়োজন হয়। এগুলো হলো:

  1. অ্যাপ্লিকেশন আইডি (Application ID)
  2. জন্ম নিবন্ধন এর সঠিক জন্ম তারিখ।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের আবেদন/ সংশোধনের আবেদন সাবমিট করার পর একটি আবেদন নাম্বার দেখানো হয়। এই নাম্বারটিই অ্যাপ্লিকেশন আইডি হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া আবেদন কপি প্রিন্ট করলে, সেই প্রিন্টেড কপিটিতেও birth certificate application ID পাবেন। নতুন জন্ম নিবন্ধনের আবেদন/ সংশোধনের আবেদন করলে মোবাইল নাম্বারে সফলভাবে এপ্লিকেশন সাবমিট হওয়ার মেসেজ পাঠানো হয়, সেখানেও আপনার আবেদন আইডিটি উল্লেখ করা থাকবে।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধনের সকল প্রকার আবেদনের স্ট্যাটাস চেক করা যায়। উপরোক্ত অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ জানা থাকলে, আবেদনপত্রের অবস্থা যাচাই করার জন্য নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন:

ধাপ ১: আবেদন পত্রের অবস্থা যাচাই পেজে প্রবেশ

নতুন জন্ম নিবন্ধন আবেদন কিংবা সংশোধনের আবেদন পত্রের বর্তমান অবস্থা যাচাই করা যায় ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (bdris)’ ওয়েবসাইট থেকে। এর জন্য, bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে, হোম পেজ থেকে জন্ম নিবন্ধন ক্যাটাগরি থেকে ‘আবেদন পত্রের অবস্থা’ অপশনটি বাছাই করতে পারেন। 

অথবা সরাসরি ‘আবেদন পত্রের অবস্থা’ যাচাই পেয়েছে প্রবেশ করতে ভিজিট করুন, bdris.gov.bd এই লিংকে। লিংকে ভিজিট করার পর রিডায়ারেক্ট করে সরাসরি নিচের ছবির মত পেজ ওপেন হবে। এখানে আবেদনপত্রের ধরন, অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে আবেদনের অবস্থা যাচাই করা যাবে।

ধাপ ২: আবেদন পত্রের ধরণ নির্বাচন

জন্ম নিবন্ধন সংক্রান্ত আবেদন বিভিন্ন প্রকার হতে পারে। যেমন: জন্ম নিবন্ধন আবেদন, জন্ম তথ্য সংশোধন এর আবেদন, পুনর্মুদ্রণ এর আবেদন, সার্টিফিকেট বাতিল এর আবেদন এবং একইভাবে মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে এই সকল আবেদনগুলো করা যেতে পারে।

এক্ষেত্রে আপনি যে ধরনের আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন, তা আবেদনপত্রের ধরন অপশন থেকে সিলেক্ট করুন।

ধাপ ৩: অ্যাপ্লিকেশন আইডি প্রদান

আপনার আবেদনের অ্যাপ্লিকেশন আইডিটি এখানে লিখুন। জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধনের যেকোনো আবেদন সম্পন্ন করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়। সেই অ্যাপ্লিকেশন আইডিটি আবেদনের ধরণের সাথে মিল রেখে সঠিকভাবে লিখুন।

ধাপ ৪: জন্ম তারিখ প্রদান

আপনার জন্ম সনদে দেওয়া সঠিক জন্ম তারিখটি লিখুন। জন্ম তারিখ ঘরে ক্লিক করার পর, আপনার সামনে একটি ক্যালেন্ডার অপশন ওপেন হবে। সেই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখের বছর, মাস ও দিন/ তারিখ সিলেক্ট করুন। অথবা, সরাসরি YYYY-MM-DD ফরম্যাটে আপনার জন্ম তারিখটি লিখতে পারেন।

ধাপ ৫: আবেদন পত্রের বর্তমান অবস্থা যাচাই

আবেদনের অবস্থা যাচাইয়ের জন্য, আবেদনপত্রের ধরন নির্বাচন করে অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ দেওয়া হলে নিচের ‘দেখুন’ বাটনে ক্লিক করুন। আপনার আবেদনের ধরন অনুযায়ী অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ ঠিক থাকলে, আবেদন পত্রের বর্তমান অবস্থা দেখানো হবে।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করার পর, সংশোধনের আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা এবং চাহিত সংশোধনী তথ্যটি পরিবর্তন করা হয়েছে কিনা, তা জানতে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানার প্রয়োজন হয়। 

উপরোক্ত নিয়মে সংশোধনী আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদন পত্রের ধরন অপশনে ‘জন্ম তথ্য সংশোধন আবেদন’ অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ বাটনে ক্লিক করলেই, মুহূর্তের মধ্যে আপনার আবেদনের চলমান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান স্ট্যাটাস কোথায় জানতে পারবো?

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে জন্ম নিবন্ধন ক্যাটাগরিতে ‘আবেদন অবস্থা যাচাই’ পেজ থেকে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান স্ট্যাটাস জানা যায়। তবে বর্তমানে এই কার্যক্রম স্থগিত থাকায় স্থানীয় জনপ্রশাসন কার্যালয়ে উপস্থিত হতে হবে। সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ বললে, সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার আবেদনের স্ট্যাটাস জানাবেন।

শেষকথা 

উপরোক্ত ধারাবাহিক প্রক্রিয়াটি অনুসরণ করে আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অথবা নতুন জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য এই আবেদন পত্রের অবস্থা যাচাই পেজটি সর্বসাধারণ ব্যবহার করতে পারবে না। তাই এই সময়কালে সরাসরি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে আপনার জন্ম নিবন্ধন স্ট্যাটাস চেক করুন।

Similar Posts

4 Comments

  1. জন্ম নিবন্ধন নম্বর 20079013223109877
    ইংরেজি ভাষার লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *